Wellcome to National Portal

শিশু জন্মের ৪০/৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করুন এবং মৃত ব্যক্তির মৃত্যেুর ৪০/৪৫ দিনের মধ্যে মৃত্যু সনদ নিশ্চিত করুন. ধন্যবাদান্তে- মো: আউয়াল খান ( মহারাজ ), চেয়ারম্যান, ১৪নং বারইখালী ইউনিয়ন পরিষদ,মোরেলগঞ্জ,বাগেরহাট।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বারইখালী ইউনিয়নের ইতিহাস

কালের স্বাক্ষ্য বহনকারী ভৈরবের তীরে গড়ে ওঠা হয়রত পীর খাজা খান জাহান আলী (রঃ) স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার অন্তর্গত মোরেলগঞ্জ  সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বারইথালী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ বারইখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।

এই ইউনিয়নের রয়েছে ইংরেজ বিরোধী লড়াকু  রহিমুল্লার বসত বাড়ী

 

বারইখালী ইউনিয়ন ঃ                       স্থাপিত : ০৮-০৬-১৯৮৭ ইং

                                                         বাংলা-২৪-০২-১৩৯৪